ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

শাশুড়িকে নিয়ে পালিয়েছে জামাই, অবশেষে গ্রেপ্তার 


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লালমনিরহাট
১১:৩৫ এএম, ১৫ মার্চ, ২০২১
শাশুড়িকে নিয়ে পালিয়েছে জামাই, অবশেষে গ্রেপ্তার 

লালমনিরহাটে শাশুড়ীকে নিয়ে উদাও হওয়া জামাই অবশেষে গ্রেফতার হয়েছে। 

জেলার হাতীবান্ধা উপজেলায় শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়া জামাই এমদাদুল ইসলাম ওরফে এনদাকে ৫৩ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনায় জামাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছিলেন তার শ্বশুর।

 ১৪ মার্চ (রবিবার) বিকেলে উপজেলার বড়খাতা বাজারের হাজী মসজিদ এলাকা থেকে হাতীবান্ধা ও ডিমলা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

জানা যায়, দেড় বছর আগে নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি গ্রামের নাছির উদ্দিনের মেয়ে নাজনী বেগমকে বিয়ে করেন এমদাদুল ইসলাম এনদা। নাজনী বেগমকে বিয়ের পর থেকে জামাই-শাশুড়ির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই মেয়ের বাড়ি বেড়াতে আসতেন শাশুড়ি। এ সময় স্ত্রীকে ছেড়ে শাশুড়ির প্রতি আসক্ত হয়ে পড়েন জামাই এমদাদুল।

মায়ের সঙ্গে এমন সম্পর্ক দেখে প্রায়ই স্বামীর সঙ্গে ঝগড়া হতো নাজনী বেগমের। কয়েক দিন আগে নিজ বাড়িতে স্বামীর সঙ্গে মায়ের মেলামেশা দেখে ফেলেন নাজনী। এজন্য সাতদিন ঘরে আটকে রেখে তাকে মারধর করেন স্বামী এমদাদুল। পরে নাজনী বেগম রাতে দরজা ভেঙে উপজেলা হাতীবান্ধার ধুবনী এলাকায় খালার বাড়িতে পালিয়ে আসেন। সেথানে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।
 
অভিযুক্ত জামাই এমদাদুল ইসলাম ওরফে এনদা (৩৫) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে তরিফ উদ্দিনের ছেলে। সে বড়খাতা বাজারের হাজী জামে মসজিদ এলাকার অটোরিকশার পার্স ব্যবসায়ী। গত ২১ জানুয়ারি শাশুড়িকে নিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন এনদা।
 
এনদার শ্বশুর নাছির উদ্দিন (৫০) বলেন, স্ত্রীকে ফিরে পেতে নীলফামারী আদালতে জামাই এমদাদুল ইসলামকে আসামি করে একটি অপহরণ মামলা করেছি আমি। আজ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জেনেছি।
 
এ বিষয়ে ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতার অপহরণ মামলার আসামি এমদাদুল ইসলামকে আটক করা হয়েছে। আসামিকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।
 
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নীলফামারী আদালতে মামলা হয়েছে। তাই আসামীকে ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। 


একুশে সংবাদ/ জা.ব / এস