"মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও নেত্রকোণার মদনে উদযাপন করা হচ্ছে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস।
সোমবার (১৫ মার্চ) ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও অফিস থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ভোক্তা অধিকার দিবস এর মধ্যে সীমাবদ্ধ না থেকে আসন্ন রমজান মাসে বাজার মনিটরিং বাড়িয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। সেই সাথে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, কোন অসাধু ব্যবসায়ী যেন অসদুপায় অবলম্বন করে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার, পৌর মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মদন উপজেলা কৃষক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়া, পৌর কৃষকলীগ সভাপতি কে এইচ এম, নুরুল আলম কামাল মদন থানার ওসি ফেরদৌস আলম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
একুশে সংবাদ / সা.খ / এস
আপনার মতামত লিখুন :