সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ানসহ অপাররেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (১৫ মার্চ) সোমবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েক বছর অস্ত্রপচার (সিজারিয়ানসহ) বন্ধ থাকার পর আজ পুনরায় অস্ত্রপচার কার্যক্রম (সিজারিয়ানসহ) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ -৬ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোব্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।
অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যন মোঃ লিয়াকত আলী,মহিলা ভাইস-চেয়ারম্যন এলিজা খান,সহকারী কমিশনার (ভূমি) শাহজাদপুর মোঃ মাসুদ হোসেন, পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিক বৃন্দ।
একুশে সংবাদ/ আ.হ / এস
আপনার মতামত লিখুন :