শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১৫ মার্চ সোমবার দুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনর পরিষদের হল রুমে দিবসটি পালনের আয়োজন করেন।
"মুজিব বর্ষে শপথ করি,প্লাস্টিক দুষণ রোধ করি" প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি )সঞ্চিতা বিশ্বাস।
আলোচনা সভায় শিক্ষক,ব্যবসায়ী,সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকই ভোক্তা। একজন ভোক্তা হিসেবে রয়েছে তার ‘ভোক্তা অধিকার’। এ অধিকার সংরক্ষণের প্রথম পদক্ষেপ হলো জনসচেতনতা বৃদ্ধি। কিন্তু সে সচেতনতা সৃষ্টি না হওয়ায় ভোক্তাগণ নানা ভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
একুশে সংবাদ/ মু.হে / এস
আপনার মতামত লিখুন :