১৯৯৫ সালের মার্চ মাসব্যাপী বিএনপি-জামাত জোট সরকারের সময় নির্ধারিত মূল্যে সারের দাবীতে আন্দোলনরত শহীদ ১৮ জন কৃষকের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে কৃষক সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ।
বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির সঞ্চালনায়, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষি বিদ সমীর চন্দ্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সারা বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দ,কর্মী ও কৃষকরা।
এ সময় বক্তারা শহীদ ১৮ জন কৃষকের স্মরণে তাদের আত্নার মাগফেরাত কামনা করে, দোয়া,মাহফিল ও এ ঘটনায় শোকাহত হন।
বক্তরা বলেন এই ১৮ জন কৃষকের কবর পরিচর্যা করে সংরক্ষণ করতে হবে এবং ধিক্কার জানান সে ব্যাক্তিদের যারা সারের জন্য নির্মমভাবে গুলি করে এই ১৮ জন কৃষকের প্রান নিয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে কৃষকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
একুশেসংবাদ/রাফি/অমৃ
আপনার মতামত লিখুন :