"মুজিববর্ষের শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ন্যায় নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এ উপলক্ষে একটি র্যালি পলাশ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাস, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
একুশে সংবাদ/ সা,হ / এস
আপনার মতামত লিখুন :