“মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষন রোধ করি- এই শ্লোগানে ফরিদপুরে র্যালী, আলেচনা সভা মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ পালিত হয়েছে।
জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব ফরিদপুরের উদোগে সোমবার সকাল সাড়ে ৯ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক রায়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ তাসলিমা আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিষেশ অতিথির বক্তব্যে রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন, ক্যাব ফরিদপুরের সভাপতি শেখ ফয়েজ আহমেদ।
আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রিজভী জামান। স্বাগত বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ। সভায় মুক্ত আলোচনা অংশ নেন সরকারী সারদা সুন্দলী মহিলা কলেজের অধ্যক্ষ কাজী গোলাম মস্তোফা, শিক্ষাবিদ প্রফেসর শাজাহান মিয়া, বাজার কর্মকর্তা শাহাদাত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা,এ্যাড. শিপ্্রা গোস্বামী, ব্যবসায়ী খাইরুজ্জামান লাভলু । এর আগে সকাল ৯টায় দিবসটি উপলক্ষে একটি র্যালী বের করা হয়।
একুশেসংবাদ/খোকন/অমৃ
আপনার মতামত লিখুন :