নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খালিশকারটেক উজ্জীবন ক্লাব এর উদ্যোগে আয়োজিত মিনি ক্রিকেট টুর্নামেন্টে আসছেন জনপ্রিয় বাউল শিল্পী সুকুমার।
আগামীকাল (১৬ মার্চ) রাতে ঘোড়াশাল বাইপাস সংলগ্ন লালমাটিয়া খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি।
এছাড়াও অন্যান্য জনপ্রিয় শিল্পীরা এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বলে আয়োজক কমিটি জানান।
ঘোড়াশাল পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিল জাহাঙ্গীর আলম নবাবের সভাপতিত্বে এ সাংস্কৃতিক অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও বিশেষ অতিথি ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
আরও উপস্থিত থাকবেন পলাশ উপজেলা যুবলীগের সহ- সভাপতি মোঃ আশাদউল্লাহ মনা, শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহান হোসেন, উপজেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ওবায়দুল ওয়াহেদ অমল ও ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর শারমিন সুলতানা প্রমুখ।
উল্লেখ্য এবারের আমন্ত্রিত জনপ্রিয় শিল্পী বাউল সুকুমার পলাশ উপজেলায় ৩য় বারের মতো আসছেন। এর আগে প্রথম ও দ্বিতীয়বার সংগীত প্রিয় দর্শকদের গানে গানে মাতিয়েছিলেন তিনি।
একুশে সংবাদ/ সা.হো / এস
আপনার মতামত লিখুন :