ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

ভোক্তা অধিকার দিবসে জুড়ীতে ২ জনকে জরিমানা


Ekushey Sangbad
মৌলভীবাজার প্রতিনিধি
১০:১০ এএম, ১৬ মার্চ, ২০২১
ভোক্তা অধিকার দিবসে জুড়ীতে ২ জনকে জরিমানা

মৌলভীবাজার জেলার জুড়ীতে ভোক্তা অধিকার দিবসে দুই কাপড় ব্যবসায়ী জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ভবানীগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলামের নেতৃত্বে  এ অভিযান পরিচালনা করা হয়।

 

ইউএনও অফিস সূত্রে জানা যায়, ভবানীগঞ্জ বাজারের নিউ মার্কেটস্থ লোকনাথ বস্ত্রালয়ের সুভাষ চন্দ্র দাস ও নিউ জনি ফ্যাশনের সুমন কান্তি পালকে ওজন ও পরিমাপক মানদন্ড আইন ২০১৮ এর ২৮/৪৫ ধারা মোতাবেক ২ হাজার টাকা করে ৪ হাজার জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, বিএসটিআই-এর প্রতিনিধি ও জুড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম  জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

 

একুশে সংবাদ/এসএম