"স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব রক্ষা করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে মাস্ক বিতরণ করলেন সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদিন। ১৬মার্চ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় এ মাস্ক বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদিনের নিজস্ব অর্থায়নে উপজেলা ভুমি অফিসের পক্ষ থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
হঠাৎ করে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও সাধারণ জনগণ মাস্ক ব্যবহার হেয়ালিপনা করছেন। এমন পরিস্থিতিতে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে ঝিনাইগাতী বাজারের ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মাঝে সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদিন নিজ হাতে মাস্ক বিতরণ করেন।
তিনি বাজারের সকল ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব রক্ষা করা এবং মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেন। অন্যথায় পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আর্থিক দণ্ডে দণ্ডিত করা হবে। কাজেই আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন।
একুশে সংবাদ / হেলাল / এস
আপনার মতামত লিখুন :