ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

ময়মনসিংহে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০২:০৮ পিএম, ১৬ মার্চ, ২০২১
ময়মনসিংহে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের নান্দাইলে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে উপজেলার সদরের উত্তর রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম আনিসুর রহমান (৫০)। তিনি উত্তর রসুলপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলা সদরের বাণিজ্য বাজার থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে আনিসুর রহমান বাইসাইকেলেযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসতেই কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করেছে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা জানতে কাজ করছে পুলিশ।

একুশে সংবাদ / সৌ.দ /এস