পাইকগাছায় রাতের আঁধারে এক ইউপি সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। মাদক বিক্রিতে বাঁধা ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটাতে পারে বলে ভুক্তভুগী পরিবার সুত্রে জানা গেছে। সে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। পাইগাছা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের মৃত আবু তালেব সরদারের ছেলে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কাশেম সোমাবার রাতে বাড়িতে বসে মনোনয়ন ফর্ম পুরন ও মৃত ব্যক্তদের ভোটার তালিকা থেকে বাদ দেয়ার জন্য কাজ করছিল। রাত ১টা ৪০ মিনিটে ঘুমানোর জন্য বাহিরের কাজ শেষে ঘরের মধ্যে ঢুকার আগেই পিছন থেকে রাতের আঁধারে কে বা কারা দা দিয়ে কোপ মারে তখন তার পিঠে লেগে রক্তাক্ত যখম হয়। পরবর্তীতে আরেকটি কোপ মারলে তার মাথায় লাগে। তার ডাক চিৎকারে তার স্ত্রী ও পার্শবর্তী লোকজন ছুটে আসার আগেই তারা পালিয়ে যায়। তার স্বজনরা ও এলাকাবাসী অজ্ঞান অবস্থায় পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। ভুক্তভুগী পরিবার জানিয়েছে, সে মাদক বিক্রিতে বাঁধা দেয়ার কারণে প্রায় এক বছর আগে বাড়ির সামনে হেলমেট পরে রাত ১১ টার দিকে তাকে পিটিয়ে আহত করে রাস্তার উপর ফেলে রেখে গিয়েছিল। বর্তমানে নির্বাচনে দাঁড়ানো নিয়ে আমাদের কর্মীদেরকে হুমকি দিচ্ছে। তবে গাঁজা বিক্রির বাঁধা নাকি নির্বাচনের অংশ সেটি নিশ্চিত করে বলতে পারেনি তারা। ওসি এজাজ শফী ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থার আশ্বাস দিয়েছে।
একুশে সংবাদ/ ব. আ / এস
আপনার মতামত লিখুন :