নেত্রকোনার মদন উপজেলা প্রশাসন আগামীকাল ১৭ মার্চ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ।
কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ ঘটিকা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সকাল ৯টায় শিশু সমাবেশ আনন্দ রেলি, দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা, সাড়ে দশটায় চিত্রাংকন প্রতিযোগিতা ৭ই মার্চের ভাষণ ও রচনা প্রতিযোগিতা , দুপুরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সমূহে শিক্ষাপ্রতিষ্ঠানে, যথাযোগ্য মর্যাদায় জন্মবার্ষিকী উদযাপন, ১টা ৩০মিনিটে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনী, সন্ধ্যায় আলোকসজ্জ্বা করণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়েছে । জনবহুল স্থানে পোস্টার প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
একুশে সংবাদ / সা.খ / এস
আপনার মতামত লিখুন :