জাতির পিতা বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় তার সমাধি কমপ্লেক্সেকে সাজাঁনো হয়েছে বর্নিল আলোক সজ্জায়। আগামী ২৮ তারিখ অবধি এ আলোকসজ্জা রাখা হবে। এ নিয়ে জনসাধারণের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ আলোক সজ্জা করেছে ঢাকার ইভেন্ট ম্যানেজম্যান্ট রং রোদ্দুর।
সন্ধ্যার পরে জনসাধারণের প্রবেশাধিকার সীমিত হলেও দূরদূরান্ত হতে এ আলোকসজ্জা দেখতে মানুষের ভীড় বাড়ছে। গতবছরও এমন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স।
বাগেরহাটের চিতলমারী হতে আসা সুকুমার বাইন বলেন, "আমি লোকমুখে শুনতে পেয়ে দেখতে এসেছি, আমার অনেক ভালো লাগছে।"
স্থানীয় পৌর কাউন্সিলর আলমঙ্গীর শেখ বলেন, "আমরা অনেক ভাগ্যবান বঙ্গবন্ধুর এলাকায় জন্ম নিয়ে।"
ইভেন্ট ম্যানেজম্যান্ট রং রোদ্দুরের কো ফাউন্ডার ফারহানা আলম জানান, "ইতিমধ্যেই আমরা সমস্ত আলো জ্বেলে দিয়েছি। আগামী ২৮ মার্চ পর্যন্ত এই আলোকসজ্জা থাকবে।"
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম একুশে সংবাদকে বলেন, "জাতির পিতার জন্ম শতবার্ষিকী উৎযাপনের ক্ষণে আমি এ উপজেলার দায়িত্বে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ সাজানোর অংশ হিসেবে রঙিন আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে। শুধুমাত্র ২৫ মার্চ রাত ব্যতীত ভারতের প্রধানমন্ত্রীর আগমন পর্যন্ত এ আলোকসজ্জা থাকব"।
একুশে সংবাদ/ বাইজীদ / এস
আপনার মতামত লিখুন :