ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

গোদাগাড়ীতে ৪ দিনব্যাপি আধুনিক পদ্ধতিতে খামারীদের প্রশিক্ষণ


Ekushey Sangbad
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
০৫:১৪ পিএম, ১৬ মার্চ, ২০২১
গোদাগাড়ীতে ৪ দিনব্যাপি আধুনিক পদ্ধতিতে খামারীদের প্রশিক্ষণ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পে ৪ দিনব্যাপি আধুনিক পদ্ধতিতে লাভজনক উপায়ে ভেড়া পালনে প্রান্তিক খামারীদের প্রশিক্ষণ শেষ হয়েছে।  

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র আর্থিক সহযোগিতায় মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সুব্রত কুমার সরকার প্রমুখ। 

প্রশিক্ষণে ২টি ব্যাচে মোট ৬০ জন প্রান্তিক খামারী অংশগ্রহণ করে।প্রশিক্ষণটি পরিচালনা করেন, উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলেটেটর(ইউডিএফ) কর্মকর্তা শাহ মহম্মদ জাকীউল বারী। বক্তারা বলেন, প্রশিক্ষণটি দরিদ্র ও অবহেলিত জনগণের আয়বৃদ্ধিমূলক কাজে সহায়ক হবে।


একুশে সংবাদ/ মু.হ / এস